সন্তান প্রতিপালন

প্রশ্ন: আক্বীক্বার পশু কুরবানীর পশুর ন্যায় মুসিন্নাহ হওয়া যরূরী কি? আর আক্বীক্বার গোশত কয়ভাগে ভাগ করতে হয়?

উত্তর : আক্বীক্বার জন্য মুতাকাফিয়ান বা সমবয়স্ক পশু হওয়া যরূরী। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘পুত্রের জন্য সমবয়স্ক দু’টি এবং কন্যার জন্য একটি বকরী আক্বীক্বাহ করতে হয়’ (আবূ দাঊদ, হা/২৮৩৪, ২৮৩৬, সনদ ছহীহ)। আক্বীক্বার পশু কুরবানীর পশুর ন্যায় হওয়া উচিত (আউনুল মা‘বূদ, হা/২৮৩৪-এর ব্যাখ্যা দ্র.; ৮ম খণ্ড, পৃ. ২৫; ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ১১/৪৩৮-৪৩৯)। আক্বীকার গোশত (রান্না করা বা কাঁচা) নিজে খাবে এবং গরীব-মিসকীনকে ছাদাক্বাহ দিবে (বায়হাক্বী, হা/১৯৭৬৪, ৯ম খণ্ড, পৃ. ৩০২; আব্দুল মুহসিন আল-‘আব্বাদ, শারহু সুনানি আবী দাঊদ, ১৫তম খণ্ড, পৃ. ২৬৪)। গোশত ভাগ করার প্রসঙ্গ নেই।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button