অন্যান্য

প্রশ্ন: অনেক ক্রিকেটার দাঁড়ি রেখে, নামাজ পরে ক্রিকেট খেলে, দাঁড়ি রাখার কারনে অনেকে ভ্যাট বা ট্যাক্স দেয়, তাহলে তাদের খেলা কি জায়েজ নাকি নাজায়েজ?

উত্তরঃ হ্যাঁ, যারা নামাজ পরে, দারি রাখে তো তারা ভাল কাজ করে কিন্তু নামাজ আর দারি থাকলেই হবে না ৷ ওখানে গান বাদ্য থাকে, বেগানা নারী থাকে, ওসব খেলা জুয়ার অন্তর্ভূক্ত, ওসব খেলায় বাজী থাকে, জীবন নাশের সম্ভাবনা ও থাকে, তাই হারাম ৷ নামাজ পরলে আর দারি রাখলেই মাফ পাওয়া যাবে না ৷ দশ কেজি দুধের মধ্যে কয়েক ফোটা চেনা বা কিছু পরিমান গোবর পরলেই সব দুধ নষ্ট হয় ৷ তেমনি নামাজ পরলাম আর দারি রাখলাম কিন্তু অন্য হারাম থেকে বাচলাম না এতে মাফ পাওয়া যাবে না৷

 

বর্তমানে শুক্রবার ওয়ান ডে মেয়াচ খেলে ৷ সারাদিন এ খেলা চলে ৷ লক্ষ মানুষের জুমুআর ফরজনামাজ তরক হয় ৷ লক্ষ মানুষ নামাজ ছেরে দিল, খেলার কারনে তাই যারা খেলে তারা এ গোনাহের অংশীদার ৷সোজা কথা যারা এ খেলা পরিচালনা করে, যারা খেলে, যারা সহযোগিতা করে সকলেই গোনাহের অন্তর্ভূক্ত ৷

 

বাইতুল মোকাররম মসজিদে তিন ওয়াক্ত আযান মাইকে দেওয়া হয়নি কারন সেদিন ওয়ান ডে ম্যাচ খেলা চলছিল ৷ ও মুসলমান এটা কি মেনে নেওয়া যায় ৷
আল্লাহ বলেন, ইসলামের ভিতর পরিপূর্ন প্রবেশ কর ৷

 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button