শিরক ও বিদ’আত

ইফতারের পূর্বে সবাই মিলে হাত তুলে দো‘আ করার বিধান আছে কি? এ সময় দো‘আ করলে কি বেশী নেকী হয়?


উত্তর: ইফতারের পূর্বে সবাই মিলে হাত তুলে দো‘আ করার কোন প্রমাণ নেই; বরং এটা শরী‘আতে একটি নতুন সৃষ্টি, যা পরিতাজ্য।

ইফতারের সময় দো‘আ কবুল হয় মর্মে বর্ণিত হাদীছটি যঈফ
(ইবনু মাজাহ হা/১৭৫৩, সনদ যঈফ)।


এ সময় দো‘আ করলে অধিক নেকী হয় বলে কোন প্রমাণ নেই। বরং ছিয়াম পালনকারীর দো‘আ সর্বদাই কবুল হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তিন শ্রেণীর লোকের দো‘আ ফেরত দেয়া হয় না


১। পিতা-মাতার দো‘আ
২। ছিয়াম পালনকারীর দো‘আ
৩। মুসাফিরের দো‘আ (বায়হাক্বী, ছহীহাহ হা/১৭৯৭)


সুতরাং শুধু ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া কবুল হওয়ার সময়কে নিদিষ্ট করা ঠিক না। রোজাদারের জন্য দিনের সকল সময়ই দোয়া করা যায়েজ আছে। তাছাড়া সম্মিলিত দু’আ করার যে সকল সহীহ হাদীছ পাওয়া যায় সেখান হতে আমরা এমন কোন শিক্ষা পাই না যে, ইফাতারের পূর্ব মুহুর্তে কয়েকজন মিলে সম্মিলিত মুনাজাত রাসুল (ﷺ ) বা তার সাহাবাগণ করেছিলেন। তারা যা করেন নাই, তা আমরা করতে পারি না, করলে বিদ’আত হবে।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button