শিরক ও বিদ’আত

প্রশ্ন: মানুষ মারা গেলে মাইকিং করে শোক সংবাদ প্রচার করা কি ঠিক?

উত্তর : ঠিক নয়। কেননা এটা জাহেলী আদর্শ। এ ব্যাপারে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঠোরভাবে নিষেধ করেছেন। হুযায়ফা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, يَنْهَى عَنِ النَّعْيِ ‘রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু সংবাদ প্রচার করতে নিষেধ করতেন’ (তিরমিযী, হা/৯৮৬, ১/১৯২ পৃ.; ইবনু মাজাহ হা/১৪৭৬, পৃ. ১০৬, সনদ হাসান)। উল্লেখ্য যে, মারা যাওয়ার পূর্বে প্রত্যেক ব্যক্তির উচিত তার উত্তরসূরি ও আত্মীয়-স্বজনকে অছিয়ত করে যাওয়া, যেন তার মৃত্যুকে কেন্দ্র করে বিদ‘আতী কর্মকাণ্ড অনুষ্ঠিত না হয়। বিশেষ করে বিলাপ করা ও বিভিন্ন কথার মাধ্যমে শোক প্রকাশ করা। কারণ সাবধান করে না গেলে বা এর প্রতি সন্তুষ্ট থাকলে এ জন্য তাকে কবরে শাস্তি দেয়া হবে (ছহীহ বুখারী, হা/১৩০৪, (ইফাবা হা/১২২৬, ২/৩৮৭ পৃ.); ছহীহ মুসলিম, হা/৯২৪; মিশকাত, হা/১৭২৪)।

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button