শিরক ও বিদ’আত

প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে পীরের মুরীদ হতে বলে এবং পীরকে সিজদা করতে বাধ্য করে, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কী?

উত্তর : স্বামীর আদেশ মান্য করা স্ত্রীর উপর ওয়াজিব। তবে উক্ত শিরকী কাজে স্বামীর আনুগত্য করতে হবে না। কারণ পাপাচারের ক্ষেত্রে কোন আনুগত্য নেই। আনুগত্য শুধু ন্যায় ও সৎ কাজে (ছহীহ বুখারী, হা/৭২৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৪০)। স্বামী তার স্ত্রীকে আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে সিজদা করা এবং অন্যের নামে পশু জবেহ করাসহ কোন পাপের কাজে নির্দেশ দিতে পারে না। আল্লাহ ছাড়া অন্যের নামে কোন কিছু করা শিরক। আর শিরক হল সবচেয়ে বড় যুলম (সূরা লোকমান : ১৩)। অতএব এক্ষেত্রে স্ত্রীর করণীয় হল- তার এই অজ্ঞতার ব্যাপারে তাকে বুঝ দেয়া, পারিবারিকভাবে সমাধানের সার্বিক চেষ্টা করা, তালাক্ব ছাড়াই পৃথকভাবে অবস্থান করা। এগুলো করেও কোন ফল না পেলে প্রয়োজনে আলোচনা সাপেক্ষে সম্পর্ক ছিন্ন করা (সূরা আন-নিসা : ৩৪-৩৫; সূরা লোকমান : ১৫)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button