শিরক ও বিদ’আত

প্রশ্ন: ‘আল্লাহ ও আপনি যা ইচ্ছা করেন’-এরূপ কথা বলা যাবে কি?

উত্তর : বলা যাবে না। কেননা এটা শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জনৈক ইহুদী আসলে তিনি তাকে বলেন, তোমরা ‘আল্লাহ এবং আপনি যা ইচ্ছা করেন’, এমন কথা বলে ও ‘কা‘বার কসম’ করে শিরক করছ। অতঃপর তিনি বলেন, তোমরা কসম করতে চাইলে বল, ‘কা‘বার মালিকের কসম’; আর একথা বল, ‘আল্লাহ যা ইচ্ছা করেন তারপর আপনি যা ইচ্ছা করেন’ (নাসাঈ, হা/৩৭৭৩, সনদ ছহীহ; রওযাতুল মুহাদ্দিছীন, ২/৪৭২পৃ., হা/২৭৪৭)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button