শিরক ও বিদ’আত
প্রশ্নঃ মৃতের জন্য কুলখানী, চল্লিশা, মীলাদ ইত্যাদি অনুষ্ঠান পালন করা যাবে কি?
উত্তরঃ যাবে না। কারন রাসূল( সাঃ) ও সাহাবায়ে কেরাম কখনো এ ধরনের অনুষ্ঠানাদু পালন করেননিন এবং শরী’আতে তার কোন অনুমোদন ও নেই।
জারির ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন,আমরা এ ব্যাপারে ঐক্যমত পোষন করতাম যে,মৃতের বাড়ীতে একত্রিত হওয়া ও সেখানে খাদ্য গ্রহন করা দাফনের পর শোকে বিলাপ করার অন্তর্ভুক্ত। এটা হারাম।
(মুসনাদে আহমদ,হা/৬৯০৪,সনদ সহীহ,আলবানীী,আহকামুজ জানায়েয পৃ-১৬৭
▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
ড.মুজাফফর বিন মুহসিন।