সালাত / নামায
প্রশ্ন: জনৈক ইমাম বলেন, ক্বিয়ামতের দিন পৃথিবীর সকল মুয়াযযিন বেলাল (রাযিয়াল্লাহু আনহু)-এর অনুসরণ করবেন এবং বেলাল (রাযিয়াল্লাহু আনহু) তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। উক্ত বক্তব্যের দলীল আছে কি?
উত্তর : সমাজে উক্ত মর্মে যে কথা প্রচলিত আছে তা একটি জাল হাদীছের অংশ বিশেষ। মুহাদ্দিছগণ জাল হাদীছের গ্রন্থে এটি বর্ণনা করেছেন (আল-মাওযূ‘আত, ২/৯০; সিলসিলা যঈফাহ, হা/৭৭৫)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।