অন্যান্য

প্রশ্ন: ফজরের সালাত পড়তে পড়তে সালাম ফিরিয়ে যদি দেখি যে, নামাজের সময় ১/২ মিনিট পার হয়ে গেছে তাহলে কি ঐ ওয়াক্তের নামাজ কাজা পড়তে হবে?

উত্তর: কেউ যদি সূর্য ডুবার পূর্বে আসরের এক রাকাআত অথবা সূর্য উঠার আগে ফজরের এক রাকাআত পড়তে পারে তাহলে সে যেন পূর্ণ সালাত পেল। অর্থাৎ যে যেন যথাসময়েই সালাত আদায় করল। সুতরাং এটি পূণরায় কাযা করার প্রয়োজন নাই।

আবু হুরায় রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

‏ “‏ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ

“যে ব্যক্তি সালাতের এক রাক‘আত পেলো সে যেন পুরো সালাতই পেয়ে গেলো।” (সহীহ বুখারী ও মুসলিম)

আল্লাহু আলাম

▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button