অন্যান্য

প্রশ্ন: সাদা চুল উপড়ে ফেলা বা তুলে ফেলা যাবে কি?

আপনার জিজ্ঞাসা  ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর 

 

উত্তরঃ আমর বিন শুআইব থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন।
তিনি বলেন, রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“তোমরা বার্ধক্যের পাকা চুল উঠাবে না। কোন মুসলিমের যদি ইসলামে বা আল্লাহর পথে একটি চুলে পাক ধরে, তবে কিয়ামত দিবসে তা তার জন্যে নূর বা আলো হবে।
অন্য বর্ণনায় আছেঃ তার জন্যে একটি নেকী লিখা হবে এবং তা দ্বারা একটি গুনাহ মোচন হবে।”

(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ও তিরমিযী) তিরমিযী বলেন, হাদীছটি হাসান। তবে তার বর্ণনায় আছেঃ
(হাসান) “নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাকা চুল উঠাতে নিষেধ করেছেন এবং বলেছেন, উহা মুসলিমের জন্যে নূর বা আলো।”
(হাদীছটি আরো বর্ণনা করেছেন নাসাঈ ও ইবনে মাজাহ)

দ্র: সহীহ তারগীব ও তারহীব, হা/২০৯১

 

চুল বা দাঁড়ি পাক ধরলে(সাদা হয়ে গেলে) করনীয় কি?

 

– রাসূল (ছাঃ)বলেছেন,‘তোমরা সাদা চুলকে পরিবর্তন কর, তবে কালো রং থেকে বিরত থাক’ (মুসলিম-২১০২)
– আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সাঃ) কিছু আনসার সাহাবাদের উদ্দেশে বলেন, সাদা দাঁড়ি চুল গুলো লাল অথবা হলুদ রং দ্বারা পরিবর্তন কর এবং আহলে কিতাবদের বিরোধিতা কর। (আহমাদ হা/২২৩৩৭;সিলসিল ছহীহাহ হা/১২৪৫)।

এসকল হাদীসে বোঝা যায় যে, চুল বা দাঁড়িতে কালো রং করা যাবে না। তবে অন্য যে কোন রং করা যাবে।অর্থাৎ কালো বাদে অন্য যে কোন রঙ করা যাবে এবং সেটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য কেননা নারীদেরও কারো কারো চুল সাদা হয়

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button