অন্যান্য

প্রশ্নঃ টিভিতে কার্টুন ছবি দেখা যাবে কি?

উত্তরঃ এটি কার্টুনের ধরনের উপর নির্ভর করবে।

কার্টুনে কোন অশ্লীলতা এবং ইসলাম ও আক্বীদা বিরোধী কোন কথা ও কাজ না থাকলে তা দেখা যেতে পারে

(উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২/২৮০, ১২/২৭৯)।

 

তবে শিশুদেরকে টিভিতে কার্টূন দেখানোর মত অনর্থক কাজ থেকে বিরত রাখতে হবে।

বরং শিশুদের এমন কিছু দেখাতে ও শেখাতে হবে, যা তাদের পরবর্তী জীবনে কল্যাণকর হয়’

(ইবনুল ক্বাইয়িম, তুহফাতুল মাওলূদ পৃঃ ২৪০)।

 

কিন্তু বর্তমানে টিভিতে যেসব কার্টুন দেখানো হচ্ছে এতে কল্যানের চেয়ে অকল্যান বেশি

অতত্রব এগুলো থেকে বিরত থাকুন এবং রাখুন।
ওয়া আল্লাহু আলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button