অন্যান্য

প্রশ্ন: হযরত আলী ও হযরত ফাতিমা রাঃ এর বিয়েতে দেনমোহর কত ছিলো?

উত্তর: আলী রা. এর সাথে ফাতিমা রা. এর বিবাহ হয়েছিলো আলী রা. এর একটি বর্মের বিনিময়ে।
সেই বর্মটি বিক্রয় করা হয়েছিলো ৪০০ বা ৪৮০ দিরহাম (রৌপ্য মূদ্রা) মূল্যে। যার বর্তমান বাজার দর প্রায় ২,০০০ রিয়াল=৪০,০০ টাকা।

(এক দিরহাম=প্রায় পোনে ৩ গ্রাম রৌপ্য)

উল্লেখ্য যে, এটি আলী ও ফাতিমা রা. এর বিবাহের মোহর ছিল বলে ইসলামে তা আবশ্যক নয়।
বরং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সামর্থ অনুযায়ী মোহর কম ও বেশী করা জায়েয রয়েছে।
ইসলাম মোহরানার পরিমান নির্ধারণ করে দেয় নি।

কিন্ত মনে রাখতে হবে, যে পরিমান মোহর নির্ধারণ করা হবে তা স্বামীর জন্য স্ত্রীকে দেয়া ফরজ।
কিন্তু স্ত্রী যদি সেচ্ছায় সেখান থেকে কিছু অংশ তার স্বামীকে ফেরত দেয় বা মাফ করে দেয় তাহালে এটা তার ইচ্ছা ও স্বাধীনতা।

——————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button