অন্যান্য

প্রশ্ন: আহলে বাইত বলতে কাদেরকে বুঝানো হয়?

উত্তর : আহলে বাইত (أهل البيت) অর্থ হল, বাড়ীর লোকজন, পরিবার-পরিজন, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পরিবার ইত্যাদি। তবে আহলে বাইত সম্পর্কে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন, যাদের উপর ছাদাক্বাহ হারাম করা হয়েছে (‘আওনুল মা‘বূদ শারহু সুনানি আবী দাঊদ, ৩য় খণ্ড, পৃ. ১৮৬-৮৭)। তারা হচ্ছেন বনু হাশেম ও বনু মুত্তালিব (জালাউল আফহাম, পৃ. ২১০)। কেউ কেউ বলেছেন, আহলে বাইত হল- নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণ ও সন্তানগণ (জালাউল আফহাম, পৃ. ২১০-২১১; ইবনুল আরাবী, আহকামুল কুরআন, পৃ. ৫৭১)। কেউ বলেছেন, শুধু নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণ উদ্দেশ্য (আশ-শাওকানী, ফাৎহুল ক্বাদীর, ৪র্থ খণ্ড, পৃ. ৩৬১)। তবে সর্বাধিক বিশুদ্ধ অভিমত হচ্ছে, আহলে বাইত তারাই, যাদের উপর ছাদাক্বাহ হারাম করা হয়েছে। আর তারা হচ্ছেন নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণ, সন্তানগণ এবং বনু হাশেম ও বনু মুত্তালিব গোত্রের প্রত্যেক মুসিলম নর-নারী (আব্দুল মুহসিন আল-আব্বাদ, যায়লু আহলিল বাইত ওয়া উলুল মাকানাতিহিম ঈনদা আহলিস সুন্নাহ ওয়াল জামা‘আহ, পৃ. ৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button