অন্যান্য

প্রশ্ন: ইমামের সাথে শত্রুতার কারণে কেউ যদি তার পিছনে ছালাত না পড়ে জামা‘আতের আগে কিংবা পরে পড়ে, তাহলে তার ছালাত হবে কি?

উত্তর : ঈমানদারদের জন্য এরূপ (শত্রুতা) করা মোটেও বাঞ্ছনীয় নয়। ইমামের সাথে শত্রুতা থাকলেও জামা‘আতের সাথে ছালাত আদায় করতে হবে। কারণ ইসলামে মসজিদে গিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে (ছহীহ বুখারী, হা/৬৪৫, ৬৪৭; ছহীহ মুসলিম, হা/৬৪৯-৫০; মিশকাত, হা/৭০২)। তবে ঐ ব্যক্তির ছালাত হয়ে যাবে। কিন্তু নেকী কম হবে (আবূ দাঊদ, হা/৭৯৬, সনদ হাসান)। আর বাস্তবে ইমামের ত্রুটি থাকলে এবং মুক্তাদীগণ যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে ইমামের ছালাত গ্রহণযোগ্য হবে না (তিরমিযী হা/৩৬০, সনদ হাসান; মিশকাত হা/১১২২)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button