অন্যান্য

প্রশ্ন: গর্ভবতী মহিলা স্বপ্ন দেখেছে যে, যদি তার ছেলে সন্তান হয় তাহলে ছাগল, আর মেয়ে সন্তান হলে গরু যবেহ করে খাওয়াতে হবে। এক্ষণে তার জন্য করণীয় কী?

উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর পর কারো স্বপ্নের মাধ্যমে শরী‘আতের কোন বিধান সাব্যস্ত হয় না। আর এর দ্বারা দলীলও পেশ করা যাবে না। তাই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে শরী‘আত রেখে গেছেন তারই অনুসরণ করতে হবে। আর তা হচ্ছে, ছেলে হলে দু’টি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আক্বীক্বা করা (তিরমিযী, হা/১৫১৩, ইবনু মাজাহ, হা/৩১৬৩)। জানা আবশ্যক যে স্বপ্ন তিন প্রকার।

(১). আল্লাহর পক্ষ থেকে।

(২). শয়তানের পক্ষ থেকে।

(৩). মনের ওয়াসওয়াসাহ (ইবনু মাজাহ, হা/৩৯০৬; ছহীহ বুখারী, হা/৭০১৭)।

অতএব স্বপ্নের ব্যাপারে সাবধান! কারণ আল্লাহর পক্ষ থেকে হলে আল্লাহ প্রদত্ত শরী‘আতের বিপরীত হওয়ার প্রশ্নই আসে না।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button