অন্যান্য

প্রশ্ন: বাবার মৃত্যুর পর তাঁর সম্পদ আমি, আমার বোনেরা ও আমার মা নিয়মানুযায়ী ভাগ করে নিয়েছি। এক বছর পর আমার মা মারা গেলেন। এখন মায়ের সম্পত্তি কে পাবে?

উত্তর : পিতা-মাতা উভয়ের সম্পদ তার সন্তানরা পাবে। পিতার মৃত্যুর পর মা-সহ যেভাবে বন্টন হয়েছিল, বর্তমানে মায়ের সম্পদও ভাই বোনের মাঝে বন্টন হবে। এক্ষেত্রে ভাই যা পাবে, বোন তার অর্ধেক পাবে (সূরা আন-নিসা : ১১-১২)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button