অন্যান্য

প্রশ্ন: ‘জুমু‘আহ মুবারক’- বলা কি জায়েয?

উত্তর : ‘জুমু‘আহ মুবারক’ বলার প্রমাণে কোন দলীল পাওয়া যায় না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ছাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, ইমামগণ এবং এমনকি মুহাক্বিক্ব কোন  বিদ্বান বলেছেন মর্মে তথ্য পাওয়া যায় না। এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। কেউ যদি ফযীলত বা নেকী পাওয়ার আশায় ব্যবহার করে তাহলে বিদ‘আত হবে (ছহীহ বুখারী, হা/২৬৯৭)। হাদীছে জুমু‘আর দিনকে ঈদের দিন বলা হয়েছে (মুওয়াত্ত্ব মালেক হা/২১৩, সনদ ছহীহ, ছহীহুল জামে‘ হা/২২৫৮; মিশকাত হা/১৩৯৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button