অন্যান্য

প্রশ্ন: কাঁকড়া খাওয়া যাবে কি?

উত্তর : রুচি হলে খেতে পারবে (বুখারী হা/৫৪০০)। কারণ এটা সামুদ্রিক প্রাণী। আল্লাহ তা‘আলা বলেন, طَعَامُہٗ  اُحِلَّ لَکُمۡ صَیۡدُ الۡبَحۡرِ وَ ‘তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য (সূরা আল-মায়িদাহ : ৯৬)। আর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ সমুদ্রের পানি পবিত্র, আর এর মৃত জীব হালাল (নাসাঈ, হা/৪৩৫০; তিরমিযী, হা/৬৮; ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, প্রশ্ন নং- ৮৫০৫)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button