অন্যান্য

প্রশ্ন: পায়ের লোম অতিরিক্ত বড় হলে কেটে ফেলা যাবে কি?

উত্তর : শরীরের চুল ও পশমকে তিন ভাগে ভাগ করা হয়। ১). যা কাটা বা খাটো করার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। যেমন : মাথার চুল, গোফ, বগল ও লজ্জাস্থানের পশম। ২). যা কাটা বা খাটো করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যেমন : দাড়ি ও চোখের ভ্রু। ৩). যা কাটা বা খাটো করার ব্যাপারে কোন নির্দেশনা নেই। যেমন : হাত পা সহ শরীরের অন্যান্য পশম। এ ধরনের পশম কাটার ব্যাপারে সঊদী আরবের স্থায়ী ফৎওয়া বোর্ডে প্রশ্ন করা হলে উত্তরে তারা বলেন, ‘এ ধরনের পশম কাটার ব্যাপারে কোন সমস্যা নেই। এটা হাদীছে বর্ণিত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়’ (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৫ম খণ্ড, পৃ. ১৯৪-১৯৫)।

প্রশ্নকারী : মুরাদ, উত্তর প্রদেশ, ভারত।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button