অন্যান্য

প্রশ্ন: মহানবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে নবীদের (আলাইহিস সালাম) ছালাতের ইমামতি করছেন। নবীরা (আলাইহিস সালাম) পৃথিবীতে কি করছিলেন?

উত্তর : হাদীছ দ্বারা প্রমাণিত যে, ইসরার রাতে বায়তুল মুকাদ্দাসে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবীদের ইমামতি করেছেন (ছহীহ মুসলিম, হা/১৭২)। প্রথমত একজন মুসলিমের বিশ্বাস করতে হবে যে, মৃত্যু পরবর্তী জীবন আর দুনিয়ার জীবন এক নয়; দুটি ভিন্ন ভিন্ন জগত। উভয় জগতের নিয়ম-কানুন আলাদা। অতএব, এ বিষয়ে দুনিয়াবী কোন উপমা বা ধরন উল্লেখ ছাড়াই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে (আস-সিলসিলাতুছ ছহীহা, ২য় খণ্ড, পৃ. ১২০)।

দ্বিতীয়ত রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে নবীগণ স্ব-শরীরে উপস্থিত ছিলেন না। বরং তাদের শারীরিক গঠনে তাদের রূহসমূহ আল্লাহ তা‘আলা উপস্থিত করেছিলেন (ইবনু হাজার আসক্বালানী, ফাতহুল বারী, ৭ম খণ্ড, পৃ. ২১০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button