অন্যান্য
প্রশ্ন: জনৈক বক্তা বলেন, মসজিদের ইমাম তার মসজিদের আশেপাশের চল্লিশ ঘর লোকের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ করবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। উক্ত দাবী কি সঠিক?
উত্তর : উক্ত দাবী সম্পূর্ণ বানাওয়াট ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা কথা ও মিথ্যুক বক্তা থেকে সর্বদা সাবধান থাকতে হবে। কারণ শরী‘আতের নামে মিথ্যাচারের পরিণাম অত্যন্ত ভয়াবহ (সূরা আল-আন‘আম : ১৪৪; ছহীহ বুখারী, হা/১০৯)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।