অন্যান্য

প্রশ্ন: মসজিদে বিয়ে পড়ানোর কি কোন ফযীলত আছে?

উত্তর : মসজিদে বিয়ে পড়ানোর অতিরিক্ত কোনো ফযীলত নেই। বরং এ মর্মে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা যঈফ (তিরমিযী, হা/১০৮৯; মিশকাত, হা/৩১৫২; সিলসিলা যঈফাহ, হা/৯৭৮; ইরওয়াউল গালীল, হা/১৯৯৩)। এর সনদে ‘ঈসা ইবনু ইউনুস’ নামে একজন যঈফ রাবী আছে। ইমাম বায়হাক্বী, ইবনু হাজার আসক্বালানী তাকে যঈফ বা দুর্বল রাবী হিসাবে উল্লেখ করেছেন; ইবনু মাঈন বলেছেন, সে কিছুই না; আবূ হাতিম বলেছেন, সে পরিত্যক্ত (সিলসিলা আহাদীছুছ ছহীহাহ ওয়াল মাওযূ‘আহ, ২য় খণ্ড, পৃ. ৪০৯, হা/৯৭৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button