অন্যান্য

প্রশ্ন: সন্তানের খাৎনা করার সময় মুখে ক্ষীর দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় চারপাশে পান রাখা কি শরী‘আত সম্মত?

উত্তর : খাৎনা উপলক্ষে উক্ত কাজগুলো করার কোন বিধান নেই। এগুলো কুসংষ্কার, যা বর্জন করা আবশ্যক। খাৎনা ইসলামী বিধান, যা পালন করা আবশ্যক। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইসলামী বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে খাৎনা করা (বুখারী হা/৫৮৯১; মিশকাত হা/৪৪২০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button