অন্যান্য
প্রশ্ন: জনৈক বক্তা বলেন, আযরাঈলের ৭টি মুখ ও ৭টি মাথা আছে। একথা কি ঠিক?
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। ‘মালাকুল মাঊত’ একজন নির্দিষ্ট ফেরেশতা। আর ফেরেশতাগণ নূরের তৈরী। তারা বিভিন্নরূপ ধারণ করতে পারেন (ইবনে কাছীর, সূরা সাজদাহ ১১নং আয়াতের ব্যাখ্যা দ্রঃ)। উল্লেখ্য, আযরাঈল বা ‘ইযরাঈল’ নামটি ছহীহ দলীল দ্বারা প্রমাণিত নয়।
সূত্র: মাসিক আল-ইখলাছ।