অন্যান্য

প্রশ্ন : ‘ছালাতুর রাগায়েব’ পড়া কি জায়েয?

উত্তর : ছালাতুর রাগায়েব বিদ‘আতী ছালাত। রজব মাসে যত বিদ‘আত সংঘটিত হয় তার মধ্যে একটি। রজব মাসের প্রথম জুম‘আর রাত্রে মাগরিব ও এশার মাঝে যে ছালাত পড়া হয়, বিদ‘আতীরা এর নাম দিয়েছে ‘ছালাতুর রাগায়েব’। এর আগে রজব মাসের প্রথম বৃহষ্পতিবারে ছিয়াম রাখা হয়।

হিজরী ৪৮০ সালের পরে বায়তুল মুক্বাদ্দাসে সর্বপ্রথম এ বিদ‘আত চালু হয়। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ছাহাবায়ে কেরাম, উত্তম তিন যুগের মানুষ কিংবা ইমামগণ এটি করেছেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। তাই এই ছালাত পড়া যাবে না (ইমাম নববী, আল-মাজমূ‘, ৩ খণ্ড, পৃ. ৫৪৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button