অন্যান্য

প্রশ্ন: গীবত করা যেনার চেয়ে বড় পাপ। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (সিলসিলা যঈফাহ, হা/১৮৪৬)। তবে গীবত এক জঘন্য অপরাধ। আল্লাহ তা‘আলা একে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করেছেন (সূরা আল-হুজুরাত : ১২)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, গীবতকারী জান্নাতে প্রবেশ করবেন না’ (ছহীহ বুখারী, হা/৬০৫৬; মিশকাত, হা/৪৮২৩)। তাছাড়া গীবত ‘হাক্কুল ইবাদের’ অন্তর্ভুক্ত, যা ব্যক্তির সাথে সম্পৃক্ত। সেকারণ যার গীবত করা হবে, তার নিকট থেকেই ক্ষমা নিতে হবে (ছহীহ বুখারী, হা/৬৫৩৪; মিশকাত, হা/৫১২৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button