অন্যান্য

প্রশ্ন : জন্মের পর পরেই একটি ছেলেকে একজন দত্তক হিসাবে নিয়ে নেয়। ঐ ব্যক্তি তার বাবা-মায়ের নাম জানতে পারেননি। এখন কিভাবে তার পরিচয় দিবে?

উত্তর : পালক সন্তানের নামকরণের ব্যাপারে কুরআনের নির্দেশনা হল, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু’ (সূরা আল-আহযাব : ৫)। অতএব পালনকারী নারী-পুরুষকে নিজের বাবা-মা বলে পরিচয় দেয়া যাবে না। আর পিতৃ পরিচয়হীন পালক সন্তানকে পিতার দিকে সম্পৃক্ত করতে হলে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন আব্দুর রহীম এ ধরনের নামে নামকরণ করতে হবে (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দার্ব, ১৯তম খণ্ড, পৃ. ৩৪৭-৩৪৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button