অন্যান্য

প্রশ্ন: যদি কোন ব্যক্তি নতুন বাড়িতে ওঠে এবং অনুষ্ঠানের আয়োজন করে লোকজনকে দাওয়াত করে খাওয়ায়, তাহলে জায়েয হবে কি?

উত্তর : জায়েয। কেননা এটা একটা অভ্যাসগত কাজ বা সামাজিকতা। এটা এমন বিষয় নয়, যার সম্পর্কে নিষেধাজ্ঞা আছে। আমরা বলব, ওলীমা তিন প্রকার ১. নিষিদ্ধ ওলীমা ২. নির্দেশিত ওলীমা ৩. জায়েয ওলীমা।  নিষিদ্ধ ওলীমা হল- ঐ অনুষ্ঠান যা মৃত ব্যক্তির জন্য আয়োজন করে মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়। এটা জায়েয নয়। জারীর ইবনু আব্দুল্লাহ আল-বাজালী (রাযিয়াল্লাহ আনহু) বলেন, كُنَّا نَرَى الْاِجْتِمَاعَ إِلَى أَهْلِ الْمَيِّتِ وَصَنْعَةَ الطَّعَامِ مِنَ النِّيَاحَةِ ‘আমরা মৃত ব্যক্তির বাড়িতে ভীড় জমানো ও খাদ্য প্রস্তুত করে পাঠানোকে বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম’ (ইবনু মাজাহ, হা/১৬১২; মুসনাদে আহমাদ, হা/৬৯০৫, সনদ ছহীহ)। জায়েয ওলীমা হল- বিবাহের ওলীমা। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুর রহমান বিন আওফ (রাযিয়াল্লাহ আনহু)-কে বলেন, أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ‘একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা কর’ (ছহীহ বুখারী, হা/২০৪৮; ছহীহ মুসলিম, হা/১৪২৭)। তাছাড়া বিবাহের ওলীমাতে বিবাহের সংবাদ মানুষকে জানানো ও প্রকাশ করার জন্য আয়োজন করা হয়। যার নির্দেশ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছেন। জায়েয ওলীমা তথা খাওয়ার আয়োজন আছে যাতে কোন শরী‘আতের লঙ্ঘন নেই তা জায়েয। তবে কোন অনুষ্ঠানেই খাবার অপচয় বা নষ্ট করা যাবে না (শায়খ ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব পৃ. ৩০-৩১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button