অন্যান্য

প্রশ্ন : তাফসীর ইবনু আব্বাস কি ছহীহ সনদে প্রমাণিত?

উত্তর : তাফসীর ইবনু আব্বাস কিতাবটির মূল নাম হল- ‘তানভীরুল মিক্ববাস মিন তাফসীরে ইবনে আব্বাস’। গ্রন্থটির সংকলক আবু ত্বাহের মুহাম্মাদ ইবনু ইয়াকূব আল-ফাইরুযাবাদী আশ-শাফেয়ী (মৃ. ৮১৭ হি.)। কিতাবটি ছহীহ সনদে প্রমাণিত নয়। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘‌‌তাফসীরে ইবনু আব্বাস কিতাবটি নির্ভরযোগ্য নয়। কেননা সেটা মিথ্যাবাদীদের কর্তৃক বর্ণিত’ (আল-ফাওয়ায়েদ আল-মাজমূ‘আহ, পৃ. ৩১৬)। এ কিতাবে বর্ণিত সনদকে ইমাম সুয়ূত্বী (রাহিমাহুল্লাহ) ‘সিলসিলাতুল কাযিব’ তথা ‘মিথ্যা সনদ’ হিসাবে আখ্যা দিয়েছেন (আল-ইতক্বান, ২য় খণ্ড, পৃ. ১৮৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button