অন্যান্য

প্রশ্ন: পিতার উপার্জন হারাম। বুঝানোর চেষ্টা করলেও শুনেন না। তাই ছেলে যদি স্ত্রী-সন্তান নিয়ে আলাদাভাবে চলতে চায়, তাহলে ছেলে গুনাহগার হবে কি?

উত্তর : যদি সন্তানের কাছে নিশ্চিতভাবে পিতার উপার্জন হারাম বলে প্রমাণিত হয়, তাহলে সক্ষম সন্তানের জন্য সেখান থেকে খাওয়া বৈধ হবে না। আর তখন পৃথকভাবে চললে সন্তানের কোন পাপ হবে না। তবে যদি পিতার উপার্জন সন্দেহপূর্ণ হয়, সেক্ষেত্রে সন্তান পিতার সম্পদ থেকে খেতে পারে, পাপ পিতার উপর বর্তাবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ৫ম খণ্ড, পৃ. ৫১৮৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button