অন্যান্য

প্রশ্ন: আল্লাহর তা‘আলার গুণবাচক নাম কতটি এবং সেগুলো মুখস্থের ফযীলত কী?

উত্তর : আল্লাহ তা‘আলা গুণবাচক নামসমূহ অসংখ্য এবং তা মুখস্ত করার ফযীলত হল জান্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা‘আলার এক কম একশ’টি (তথা) নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে (ছহীহ বুখারী, হা/২৭৩৬,৭৩৯২; ছহীহ মুসলিম, হা/২৬৭৭; মিশকাত, হা/২২৮৭)। কেউ কেউ এ হাদীছ থেকে প্রমাণ করেন যে, আল্লাহ তা‘আলার নামের সংখ্যা শুধুমাত্র ৯৯টি। অথচ হাদীছের বর্ণনা থেকে এমনটি বুঝা যায় না। বরং এ ৯৯টি নাম ছাড়াও আল্লাহ তা‘আলার অনেক নাম রয়েছে। যা অন্য হাদীছ থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ أَنْزَلْتَهُ فِى كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِىْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ‘আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার সে সকল নামের অসীলায়, যা দ্বারা আপনি নিজেকে অভিহিত করেছেন অথবা আপনি আপনার সৃষ্টির কাউকে তা শিক্ষা দিয়েছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনি গায়েবের পর্দায় তা আপনার নিকট গোপন রেখেছেন’ (মুসনাদে আহমাদ, হা/৩৭১২; ছহীহ ইবনে হিব্বান, হা/৯৭২)। সুতরাং তিনি যা তার ইলমে গায়েবের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন তা কারো পক্ষে সীমাবদ্ধ করা সম্ভব নয়। অতএব হাদীছটির অর্থ হচ্ছে, আল্লাহ তা‘আলা অসংখ্য নামের মধ্যে থেকে এ ৯৯টি (নামের) সংখ্যার মর্যাদা হল, ‘যে ব্যক্তি এগুলো গণনা করবে, হেফাযত করবে এবং নামের চাহিদা মোতাবেক আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে’ (মাজমূঊল ফাতাওয়া, ৬ষ্ঠ খণ্ড, পৃ ৩৮০; আহমাদ ইবন আলী ইবন হাজার আল-‘আসক্বালানী, ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ১১তম খণ্ড, পৃ. ২২০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button