অন্যান্য
প্রশ্ন: আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে?
উত্তর : আল্লাহর গুণবাচক নাম দিয়ে কারো নাম রাখতে হলে তার পূর্বে ‘আব্দ’ (বান্দা) শব্দ যোগ করতে হয় (ছহীহ বুখারী, হা/৬১৮৬; আবূ দাঊদ, হা/৪৯৪৯; তিরমিযী, হা/২৮৩৩; ইবনু মাজাহ, হা/৩৭২৮)। ‘মালেক’ শব্দটিও আল্লাহর গুণবাচক নাম (সূরা আলে ‘ইমরান : ২৬; সূরা আল-মুমিনূন : ১১৬)। তাই তার আগেও ‘আবদ’ শব্দ যোগ করতে হবে। আর ‘আব্দ’ অর্থ বান্দা।
সূত্র: মাসিক আল-ইখলাছ।