অন্যান্য

প্রশ্ন : অন্যান্য ধর্মের পূজা, মন্দির বা গির্জা দেখার জন্য যাওয়া যাবে কি?

উত্তর : না। কয়েকটি কারণে অন্যান্য ধর্মের পূজা, মন্দির বা গির্জায় যাওয়া হারাম। যেমন (ক) শিরকে লিপ্ত হওয়া : পূজা, মন্দির বা গির্জায় আল্লাহকে অপমান করা হয় এবং মূর্তিকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হয়। যা স্পষ্ট শিরক (সূরা আল-বাক্বারাহ : ২২)। আর কোন মুসলিম শিরকী কাজে লিপ্ত হতে পারে না (সূরা আন-নিসা : ৪৮; সূরা লুক্বমান : ১৩)। (খ) মূর্তিপূজা বর্জন করার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা (সূরা আন-নাহল : ৩৬; সূরা আল-আম্বিয়া : ৫৮; ছহীহ বুখারী, হা/২৪৭৭; ছহীহ মুসলিম, হা/৮৩২)। ছাহাবী ও তাবেঈগণও নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৬৯)। (গ) আল্লাহর নিষেধ : যে সকল স্থানে আল্লাহর আয়াতের দোষ-ত্রুটি অন্বেষণ, তাঁর নিদর্শন অস্বীকার ও তাঁর প্রতি উপহাস করা হয়, সেগুলো স্থান এবং আল্লাহর আয়াতের সমালোচকদের সাথে উঠাবসা করতে আল্লাহ নিষেধ করেছেন (সূরা আন‘আম : ৬৮; সূরা আন-নিসা : ১৪০)। (ঘ) সর্ম্পকহীনতা, শত্রুতা ও বিদ্বেষ : কাফির, মুশরিক এবং তাদের উৎসবের সাথে মুমিনদের চিরদিনের জন্য সম্পর্কহীনতা, শত্রুতা ও বিদ্বেষ থাকবে। এটাই নবী-রাসূল ও মুমিনদের নীতি ও আদর্শ। (সূরা আল-মুমতাহিনাহ : ৪; আবূ দাঊদ, হা/৪০৩১; তিরমিযী, হা/২৬৯৫; মিশকাত, হা/৪৩৪৭ ও ৪৬৪৯)। এতকিছু জানার পরেও যে বা যারা পূজা, মন্দির বা গির্জার কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের ঈমান নেই সেটাই প্রমাণ করে।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button