অন্যান্য

প্রশ্ন: বর্তমানে বিবাহ উপলক্ষে কনে পক্ষ বরকে সোনার আংটি উপহার দিয়ে থাকে এবং সে তা ব্যবহারও করে থাকে। ইসলামী শরী‘আতে এর অনুমোদন আছে কি?

উত্তর : পুরুষের জন্য সোনা ব্যবহার করা স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জনৈক পুরুষ ব্যক্তির হাতে সোনার আংটি দেখে সেটি খুলে ফেলে দিলেন এবং বললেন, তোমাদের মাঝে কেউ কেউ আগুনের টুকরা জোগাড় করে তা হাতে রাখে (ছহীহ মুসলিম, হা/২০৯০; মিশকাত, হা/৪২৮৫)। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম করা হয়েছে (নাসাঈ, হা/৫৭৪৫, সনদ ছহীহ)। তাই বিবাহ বা যেকোন উপলক্ষে হোক না কেন পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না। তবে তা বিক্রি করতে পারবে অথবা তা অন্য কাউকে হাদিয়াও দিতে পারবে (ছহীহ বুখারী, হা/৯৪৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button