অন্যান্য

প্রশ্ন: মাওলানা আবু তাহের বর্ধমানী রচিত ‘কাট হুজ্জতির জওবাব’ বইয়ের ২৫ পৃষ্ঠায় একটি হাদীছ বর্ণিত হয়েছে। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামতের দিন আহলেহাদীছগণ আমলনামাসহ উপস্থিত হবেন। তখন আল্লাহ বলবেন, তোমরা আহলেহাদীছ বেহেশতে প্রবেশ কর’ (ত্বাবারাণী, আল-ক্বাওলুল বাদী, পৃ. ১৮৯)। উক্ত হাদীছটি কি সঠিক?

উত্তর : বর্ণনাটি মাওযূ‘ বা বানাওয়াট (তাদরীবুর রাবী, ২য় খণ্ড, পৃ. ৭৫; মুহাম্মাদ ইবনু মুকাররম ইবনু মানযূর আল-আফরীক্বী আল-মিছরী, মুখতাছার তারীখু দিমাস্ক, ৭ম খণ্ড, পৃ. ১৮৭)। উল্লেখ্য যে, উক্ত বর্ণনা ত্রুটিপূর্ণ হলেও আহলেহাদীছদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে কুরআন ও ছহীহ হাদীছে আরো অনেক দলীল বর্ণিত হয়েছে (সূরা আল-আ‘রাফ : ১৮১; সূরা বানী ইসরাঈল : ৭১; ছহীহ মুসলিম, হা/১৯২০; বিস্তারিত দ্র : সিলসিলা ছহীহাহ, হা/২৭০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button