অন্যান্য

প্রশ্ন: কুচা ও কাঁকড়া খাওয়ার বিধান কী?

 

উত্তর : রুচি হলে কুচা ও কাঁকড়া খাওয়া যাবে। সামুদ্রিক প্রাণী যা পানিতে থাকে, তা কাঁকড়া হোক বা অন্য প্রাণী হোক তা হালাল। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‘সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল’ (আবূ দাঊদ, হা/৮৩; তিরমিযী, হা/৬৯; মিশকাত, হা/৪৭৯, সনদ ছহীহ; ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২২ তম খণ্ড, পৃ. ৩১৮-৩১৯, ফৎওয়া নং-১১১২৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button