অন্যান্য

প্রশ্ন: তাক্বদীর সম্পর্কে মনে কু-চিন্তার উদয় হলে করণীয় কী?

উত্তর : শয়তানী ওয়াসওয়াসায় তাক্বদীর সম্পর্কে মনে কু-চিন্তার উদয় হয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আদম সন্তানের অন্তরসমূহ আল্লাহ্র দু’টি আঙ্গুলের মাঝে অবস্থিত একটি অন্তরের ন্যায়। তিনি যেভাবে ইচ্ছা তাকে ঘুরিয়ে থাকেন। অতঃপর তিনি বলেন, اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ ‘হে আল্লাহ! আপনি অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের উপর আবর্তিত করে দিন’ (ছহীহ মুসলিম, হা/২৬৫৪; মিশকাত, হা/৮৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button