অন্যান্য

প্রশ্ন: জ্যোতির্বিদ্যা শিক্ষা করা যাবে কি?

উত্তর : জ্যোতির্বিদ্যা শিক্ষা করা যাবে না। কেননা তা যাদু চর্চার অন্তর্ভুক্ত, যা কুফরী এবং রিযিকদাতা হিসাবে আল্লাহকে স্বীকৃতি প্রদানের অন্তরায় (সূরাহ আল-ওয়া-ক্বিয়াহ : ৮২; আবূ দাঊদ, হা/৩৯০৫; মিশকাত, হা/৪৫৯৮; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৭২৯)। উল্লেখ্য যে, নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টি বা অন্য কোন কিছু চাওয়া যাবে না। আবু মালিক আল-আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘জাহিলী যুগের চারটি স্বভাব আমার উম্মতের মধ্যে বিদ্যমান, যা তারা পরিত্যাগ করতে পারে না। তাহল, আভিজাত্যের অহংকার, গোত্রীয় দুর্নাম প্রকাশ, নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা ও মৃতের উপর রোদন করা’ (ছহীহ মুসলিম, হা/৯৩৪; মিশকাত, হা/১৭২৭)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button