অন্যান্য

প্রশ্ন: ‘ফাজায়েলে আমল’ নামক বইয়ের ৪৭৭ নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে, ‘শিশুদেরকে সর্বপ্রথম ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ বাক্য শিক্ষা দাও এবং মৃত্যুর সময়ও ‘লা ইলা-হা ইল্লাল্লাহু’ তালক্বীন করাও। কারণ যার প্রথম এবং শেষ বাক্য ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ হবে, সে এক হাজার বছর বেঁচে থাকলেও একটি পাপ সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে না’। উক্ত বর্ণনাটি কি সঠিক?

উত্তর : বর্ণনাটি বাতিল বা মিথ্যা। এর সনদে আবূ নাযর মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ ইবনু ইউসুফ, আবূ আব্দুল্লাহ ও তার পিতা মাহমুওয়াইহ ইবনু মুসলিম নামে তিনজন অপরিচিত বর্ণনাকারী আছে (সিলসিলা যঈফাহ, হা/৬১৪৬)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button