অন্যান্য

প্রশ্ন: কুরআনের ভাস্কর্য নির্মাণ জায়েয হবে কি? ছওয়াবের উদ্দেশ্য হোক বা সৌন্দর্যের উদ্দেশ্যে হোক উভয়টিই কি নাজায়েয?

 

উত্তর : প্রাণী ব্যতীত যেকোন জড়বস্ত্তর ভাস্কর্য নির্মাণ করা যায়। কারণ রাসূল (ছাঃ) কেবল প্রাণীর ছবি নির্মাণ করতে নিষেধ করেছেন। তবে পবিত্র কুরআন আল্লাহর বাণী হওয়ায় তা সর্বাধিক সম্মানজনক। একে ভাস্কর্য হিসাবে নির্মাণ করলে এর অবমাননা হ’তে পারে। সেজন্য এরূপ ভাষ্কর্য নির্মাণ না করাই সমীচীন।
তবে কুরআনের ডামি বা বাহ্যিক রূপের ভাস্কর্য নির্মাণ করা হ’লে তাতে কোন দোষ নেই।

(উছায়মীন, ফাতাওয়া নূরুনআলাদদারব /৫০, /৩০; বিন বায, মাজমূফাতাওয়া ২৪/৩৮৫)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button