অন্যান্য

প্রশ্ন: অনেক আলেম/উলেমা বলে থাকেন নারীদের মসজিদে প্রবেশ করা হারাম। নারীরা কি মসজিদে সালাত আদায় করতে পারবে?

উত্তর : বিভিন্ন বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমানিত নারীরা মসজিদে প্রবেশ করতে পারবে ও জামাতে নামাজ আদায় করতে পারবে।
নারীরা মসজিদে যেতে চাইলে তাদের বাধা দিতে রাসুল সাঃ নিষেধ করছেন।
(তবে নারীদের ঘরে সালাত পড়া উত্তম)।

এ হাদীসটি নারীদের মসজিদে জামাতে সালাত পড়ার কথা প্রমান করে।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি সলাত শুরু করে তা দীর্ঘ করার ইচ্ছা করি। এমতাবস্থায় আমি শিশুর কান্না শুনতে পাই। আমি তখন তার মায়ের অস্থিরতার কথা চিন্তা করে সলাত সংক্ষিপ্ত করে দেই। (ই.ফা. ৯৩৮, ই.সে. ৯৫০)

– সহিহ মুসলিম, হাদিস নং ৯৪৩

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button