অন্যান্য

প্রশ্ন: কবর যিয়ারতের সহিহ দুয়া কোনটি

উত্তর: বুরাইদা রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ কবর যিয়ারত করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দুয়াটি পড়তে বলতেন:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

“কবর গৃহের হে মুমিন-মুসলিম অধিবাসীগণ,আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ চাইলে আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমি আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করছি।”
[ সহীহ মুসলিম,অধ্যায়ঃ গোরস্থানে প্রবেশকালে কী বলতে হয়? হাদীস নং ১৬২০]

বিশেষ দ্রষ্টব্য: কবর যিয়ারতের দুয়া হিসেবে আমাদের সমাজে একটি দুয়া ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। সেটি হল,

السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

“হে কবরবাসীগণ,তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের আগে চলে গেছ। আমরা তোমাদের অনুগামী।” (তিরমিযী)

কিন্তু এ হাদীসটি সনদগতভাবে দূর্বল-যেমনটি ইমাম আলবানী রাহ. যঈফ তিরমিযীতে উল্লেখ করেছেন। তাই সেটি না পড়ে পূর্বোল্লিখিত সহীহ মুসলিম সহ অন্যান্য হাদীস গ্রন্থে সহীহ সনদে যে দুয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করা উচিৎ।

 

▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

 
 

কবর জিয়ারত সম্পর্কিত গুরুত্বপূর্ন মাসলা মাসায়েল, ইসলামিক জিজ্ঞাসা ও জবাব, ইসলামিক প্রশ্নোত্তর।

কবর জিয়ারতের সহীহ দোয়া

বুরাইদা রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ কবর যিয়ারত করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দুয়াটি পড়তে বলতেন:

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

কবর জিয়ারতের সঠিক নিয়ম কোনটি?

কবর জিয়ারতের সঠিক নিয়ম হচ্ছে, রাসুল (সা.) কবরে যাওয়ার পরে কবরবাসীর জন্য একটি সালাম বা দোয়া রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন। সে দোয়াটি আসসলামু আলাইকুম এবং এখানে রাসুল (সা.) তারপর বলেছেন যে, কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন। কবরবাসীর জন্য আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন, আল্লাহ ওয়ার হামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহু এ ধরনের যত দোয়া রাসুল (সা.) শিক্ষা দিয়েছেন, সেগুলো যে কোনো ধরনের দোয়া করতে পারেন। আর যদি সে দোয়াগুলো মুখস্থ না থাকে আপনার জন্য জায়েজ আছে তাঁদের জন্য বাংলা ভাষাতেও দোয়া করতে পারেন। যেমন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের জান্নাত দান করুন, তাঁদের কবরের আজাব মাফ করে দেন।

মুখস্থ যে কোরআনের আয়াতগুলো জানা আছে, সেই আয়াত পড়ে কি দোয়া করতে পারবেন?

কোরআনের আয়াত তো দোয়া না। অনেকে হয়তো ফজিলত মনে করেন। কবরের সামনে কোরআনের আয়াত তিলাওয়াতের কোনো বিষয় এখানে নেই। তিলাওয়াত আসবে না, শুধু দোয়া আসবে সেখানে।

এরপর আপনি তাঁদের কল্যাণের জন্য দোয়া করতে পারেন, এর সঙ্গে আপনি নিজের জন্যও দোয়া করতে পারেন। তবে দোয়াটা পুরোটাই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া কিন্তু কবরবাসীর কাছে করলে সেটা শিরক হয়ে যাবে। 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button