লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: ইসলামিক বিধান অনুসারে মৃত মহিলা তার পিতা হতে প্রাপ্ত সম্পত্তির হকদার কি শুধু সন্তানেরা, নাকি তার স্বামীও? যদি স্বামী হকদার হয় এবং পরবর্তীতে বিয়ে করে তবে প্রাপ্ত সে সম্পত্তি কি তার দ্বিতীয় স্ত্রী বা তার সন্তানেরা পাবে? নাকি শুধু তার প্রথম স্ত্রীর সন্তানেরা পাবে?

উত্তর : ওয়ারিছ এবং মীরাছ দু’টিই মৃত্যু এবং মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। মারা যাওয়ার সময় ব্যক্তি যা রেখে যাবে তাই তার ওয়ারিছদের মাঝে বন্টন হবে। মৃত ব্যক্তি তা কোথা থেকে পেয়েছে সেটা দেখাটা যরূরী না। মায়ের সম্পদ অবশ্য সন্তান থাকলে স্বামী এক চতুর্থাংশ পাবে বাকী সম্পদ অন্যান্য ভাগীদের মাঝে বন্টন হবে। মৃত স্ত্রীর নিকট থেকে পাওয়া সম্পদ যেহেতু স্বামী মালিক হল, সুতরাং এ স্বামী মারা যাওয়ার পর সে যাদের রেখে যাবে তারা সম্পদ পাবে। তার দ্বিতীয় স্ত্রী বা তার ঘরে জন্ম নেয়া সন্তানও এ সম্পদের ভাগিদার হবে (সূরা আন-নিসা : ১১, ১২, ৭৬ নং আয়াত দ্র.)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button