লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রপূর্বক বা হিংসা করে জমি-জায়গা বা অন্য কোন বস্তুর মূল্য বাড়িয়ে দেয়া কি জায়েয?

উত্তর : এটা স্পষ্ট প্রতারণা, যাকে শরী‘আত হারাম করেছে। প্রকৃত মূল্যের চেয়ে ষড়যন্ত্রপূর্বক যতটুকু মূল্য বৃদ্ধি করা হবে, ততটুকু গ্রহণ করা হারাম হবে (মুসলিম হা/১৪১৩)। আর এই হারাম সম্পদে কোন বরকত হবে না (বুখারী হা/২০৮২)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করতে নিষেধ করেছেন এবং এটাকে হারাম বলেছেন (বুখারী হা/২৭২৩; মুসলিম হা/১৪১৪)। অন্য হাদীছে এসেছে, যে প্রতারণা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় (মুসলিম হা/১০২, ‘ঈমান’ অধ্যায়, অনুচ্ছেদ-৪৩; মিশকাত হা/২৮৬০)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, প্রতারক ও ধোঁকাবাজ জাহান্নামী (শু‘আবুল ঈমান হা/৫২৬৮; বুখারী হা/২১৪২-এর অনুচ্ছেদ-৬০ দ্রঃ; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ হা/১০৫৭, ১০৫৮)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button