লেনদেন ও ব্যবসা

প্রশ্ন: বর্তমানে অধিকাংশ মুদির দোকানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি বিক্রয় করা হয়। প্রশ্ন হল- এ সকল হারাম জিনিস বিক্রয়ের কারণে কি দোকানের অন্য জিনিসগুলো বিক্রয় হারাম হয়ে যাবে?

উত্তর : হারাম পণ্য বিক্রি করার কারণে গুনাহগার হবে, তবে এর কারণে অন্য হালাল পণ্য বিক্রয় হারাম হবে না। মূলত হারাম পণ্য বিক্রয় করা, বহন করা, তার মূল্য ভোগ করা কিংবা ক্রয় করা সবই হারাম (তিরমিযী, হা/১২৯৫; ইবনু মাজাহ হা/৩৩৮১; মিশকাত, হা/২৭৭৬, সনদ হাসান ছহীহ)। এছাড়া শরী‘আতে হালাল ব্যবসা ও উপার্জনের ব্যাপারে অসংখ্য তাকীদ এসেছে এবং হারাম পণ্যের ব্যবসা করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ আর আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কোন কিছুই কবুল করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)। সুতরাং মিশ্রিতভাবে হালাল ও হারাম পণ্যের ব্যবসা করা যাবে না।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button