অন্যান্য

প্রশ্ন:ছেলে-মেয়ের ফ্রেন্ডশিপ কি ইসলামে বৈধ ?

উত্তর: তাদের মধ্যে কোন সম্পর্ক না থাকলেও এটা বৈধ না। যারা বলে- “আমাদের মাঝে কিছু নেই, We are just Friend “.
অনেকের বাবা-মা ছেলে-মেয়ের ফ্রেন্ডশিপের বিষয়টাকে আধুনিকতা মনে করে সমর্থন করে, তারা মনে করে ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে ওকে স্বাধীনতা দেয়া উচিৎ। কিন্তু সারা পৃথিবীর মানুষ এটার সমর্থন দিলেও এটা চলবে না। ইসলাম তার নিজস্ব অবস্থানেই থাকবে।

1) রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বলেছেনঃ কোন পুরুষ যেন বেগানা কোন নারীর সাথে নির্জনে অবস্থাননা করে। সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান উপস্থিত হয়।
[সুনান আত-তিরমিযী, হাদীস ১১৭১]

2) রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বলেছেনঃ তোমাদের কারোর মাথায় লোহার সুই দিয়ে আঘাত করা তার জন্য অনেক শ্রেয় বেগানা কোন নারীকে স্পর্শ করার চাইতে।
[সহীহ আল-জা’মি, হাদীস ৪৯২১]

3) রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বলেছেনঃ

() চোখের যিনা হচ্ছে অবৈধভাবে কারোর দিকে দৃষ্টি ক্ষেপণ করা।

() মুখের যিনা হচ্ছে অশ্লীল কথোপকথন

() হাতও ব্যভিচার করে; তবে তার ব্যভিচার হচ্ছে অবৈধভাবে কাউকে হাত দিয়ে ধরা।

() পা’ও ব্যভিচার করে; তবে তার ব্যভিচার হচ্ছে কোন ব্যভিচার সংঘটনের জন্য রওয়ানা করা।

() মুখও ব্যভিচার করে; তবে তার ব্যভিচার হচ্ছে অবৈধভাবে কাউকে চুমু দেয়া।

() কানের ব্যভিচার হচ্ছে অশ্লীলকথা শ্রবণ করা।

() মনও ব্যভিচারের কামনা-বাসনা করে। আর তখনই লজ্জাস্থান তা বাস্তবায়িত করে অথবা করে না [অর্থাৎ নিয়ত পরিবর্তন করে]।
[সুনান আবু দাউদ, হাদীস ২১৫২]

 

4) রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি স্বামী অনুপস্থিত এমন কোন মহিলার বিছানায় বসে তার দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যাকে কিয়ামতের দিন কোন বিষাক্ত সাপ দংশন করে।
( সহীহ আত-তারগীব, হাদীস ২৪০৫ )

 

5) রসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বলেছেনঃ রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সল্লাম) কে যখন জিজ্ঞেস করা হলো কোন জিনিস সাধারণত মানুষকে বেশিরভাগ জাহান্নামের সম্মুখীন করে তখন তিনি বলেনঃ মুখ ও লজ্জাস্থান।
[আত-তিরমিযী, হাদীস ২০০৪]

 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button