লেনদেন ও ব্যবসা

প্রশ্ন : মানুষকে সূদমুক্ত করযে হাসানাহ দেওয়ার ফযীলত কি?

উত্তর : করযে হাসানাহ প্রদানের গুরুত্ব অত্যধিক।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ছাদাক্বার নেকী ১০ গুণ। আর করযে হাসানাহর নেকী ১৮
গুণ’ (বায়হাক্বী, ছহীহাহ হা/৩৪০৭)।

তিনি বলেন, কোন মুসলমান অপর মুসলমানকে
দু’বার কর্য দিলে সে সেই পরিমাণ মাল একবার ছাদাক্বা করার সমান ছওয়াব পায়’
(ইবনু মাজাহ হা/২৪৩০; ছহীহ আত-তারগীব হা/৯০১)।

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি
এই কামনা করে যে, আল্লাহ তা‘আলা তাকে ক্বিয়ামত দিবসের দুঃখ-কষ্ট হ’তে
মুক্তি দিবেন, সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে অথবা ঋণ
মওকূফ করে দেয়’ (মুসলিম হা/১৫৬৩; মিশকাত হা/২৯০২)।

মনে রাখা আবশ্যক যে, এসব
ঋণদান কার্যক্রম সম্পূর্ণরূপে সূদমুক্ত হ’তে হবে। নইলে নেকী অর্জনের বদলে
আমল বরবাদ হয়ে যাবে।

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button