আদব ও শিষ্টাচার

প্রশ্ন: কিছুদিন আগে আমার পরিবার আমার বিয়ে ইনগেজড করে রেখেছে। শরী‘আত মোতাবেক এখনো আমাদের বিয়ে হয়নি। আমরা কি ফোনে কথাবার্তা বলতে পারব?

উত্তর : বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে এমন মেয়ের সাথে কথাবার্তা বলা, উঠাবসা করা, একাকী অবস্থান করা ইত্যাদি বৈধ নয়, যতক্ষণ বিবাহের আক্বদ সম্পন্ন না হবে। কারণ এখানে শয়তানের ধোঁকা ও প্রতারণা বিদ্যমান। তবে প্রস্তাব দেয়ার সময় মাহরামের উপস্থিতিতে সে মেয়েকে দেখা জায়েয (ছহীহ মুসলিম, হা/১৪২৪; মিশকাত, হা/৩০৯৮)। তাই যদি কেউ বিয়ের জন্য প্রস্তাবিত মেয়ের সাথে উঠাবসা ও কথাবার্তা বলতে চায়, তাহলে সে যেন বিয়ের ‘আকদ সম্পন্ন করে নেয়। তখন একাকী অবস্থান করাসহ স্বামী-স্ত্রীর জন্য অনুমোদিত সকল কার্য সম্পাদন বৈধ হয়ে যায় (ছালেহ আল-ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১০ম খণ্ড, পৃ. ১০৩)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button