প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

মাগরিবের আযানের পর দু’রাকাআত সুন্নাত সালাত কোন সময় এ সালাত আদায় করতে হয়? এর হুকুম কী?

 

যেকোন ফরজ সালাতের আযানের পর থেকে ইকামাতের পূর্বে এ সালাত আদায় করতে হয়। ইহা মুস্তাহাব বা সুন্নাত। নবী (স) বলেছেন, “প্রত্যেক আযান ও ইকামাতের মাঝখানে সালাত রয়েছে। প্রত্যেক আযান ও ইকামাতের মাঝখানে সালাত রয়েছে। তৃতীয়বার একথাটি বলার পর তিনি বলেন, যে লোক (এ সালাত পড়তে) চায়। (বুখারী: ৬২৭)

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button