প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

ইস্তিখারার দু’আটি কখন পড়ব?

 

দু’রাকআত নফল সালাতের সালাম ফেরানোর পর এ দু’আ পড়বে। এটাই উত্তম। তবে কোন কোন ফকীহর মতে নিম্নবর্ণিত যেকোন এক জায়গায় এ দু’আটি পড়া উচিত:
(১) রুকুর পূর্বে, অথবা (২) সিজদায় গিয়ে, অথবা (৩) শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে। কেননা, সালাতের ভিতরে বান্দা আল্লাহর সাথে নিরিবিলি কথা বলে। (আহমাদ, মিশকাত)

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button